নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে আশিক হোসেন (৪০) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরের দিকে জেলার রাণীনগর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আশিক হোসেন নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
জানা গেছে, ঢাকায় একটি পোশাক তৈরি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন আশিক হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনযোগে বাড়ি আসছিলেন। ঘটনার সময় রাণীনগরে ট্রেনটি একটু গতি ধীর দিলে পার্শ্ববর্তী এলাকায় আশিকের বাড়ি হওয়ায় তিনি ট্রেন থেকে নামতে থাকেন। এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে কেটে তার মৃত্যু হয়।
আশিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকের বাজার/আরজেড