সড়ক আইন ২০১৭ মন্ত্রী সভায় পাস না করার প্রতিবাদে এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য মোটর মালিক-শ্রমিক ফেডারেশনের অলিখিত নিষেধাজ্ঞায় তৃতীয় দিনের মতো রোববার (৫ আগস্ট) নওগাঁ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার দূরপাল্লা সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিবহনগুলোর কিছু কিছু টিকিট কাউন্টার খোলা রয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জানান, সড়ক আইন ২০১৭ মন্ত্রী সভায় পাস না করার প্রতিবাদে এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য মোটর মালিক-শ্রমিক ফেডারেশনের অলিখিত নিষেধাজ্ঞায় তারা নওগাঁ থেকে সকল রুটের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে। নেতারা নির্দেশ দিলেই আবারো পরিস্থিতি স্বাভাবিক হবে।
জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি সহিদুল ইসলাম জানান, বাস শ্রমিকরা তাদের নিরাপত্তাহীনতার কারণে তারা বাস চালানো বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বাস চলানো শুরু করবে।
ছাত্র আন্দোলনের মুখে শুক্রবার থেকে হঠাৎ করেই গণপরিবহন বন্ধ করে দেয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিবহনগুলোর কিছু কিছু টিকিট কাউন্টার খোলা রয়েছে।
আজকের বাজার/একেএ