নওগাঁর নিয়ামতপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার টগরইল গ্রামের বাঘা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, উপজেলার টগরইল গ্রাম সংলগ্ন বাঘা ব্রিজে সাপাহার থেকে রাজশাহীগামী বিআরসিটি বাস এবং আড্ডাগামী নিউ মুক্তা পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই বাসের অন্তত ৬০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর পর নিয়ামতপুর থানা পুলিশ ও গোমস্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করে বলে জানান ওসি আকরাম হোসেন।
আজকের বাজার/একেএ