নওগাঁর রানীনগরে আনারস আর দুধ চা খেয়ে সাইদুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
মৃত সাইদুর রহমান উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মো. আয়জ মোল্লার ছেলে।
জানা গেছে, সাইদুর রহমান বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রানীনগর সদর বাজারে দুধ চা খেয়ে বাড়িতে গিয়ে আনারস খায়। একটু পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরিবারের লোকজন ও স্থানীয়রা সাইদুরকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
আজকের বাজার./এমএইচ