জেলায় পাঁচ দিনব্যাপী উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছ। স্থানীয় নৃত্যাঞ্জলি একাডেমি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
রোববার সকাল ৮টায় নৃত্যাঞ্জলি একাডেমি চত্ত্বরে এই কর্মশালার উদ্বোধন করেন ভারতের কলকাতার বিশিষ্ট উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃত্যাঞ্জলি একাডেমির উপদেষ্টা ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন। এ সময় নৃত্যাঞ্জলি একাডেমির পরিচালক শহিদুল ঈসলাম সেলিম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বয়সের ৩৫ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করছে। কলকাতার সুমি সেন কুন্ডু কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান