নওগাঁর মান্দা উপেজলায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সিএনিজ চালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অটোচালকসহ আরও তিনজন।
সোমবার (১১ জুন) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই দুই যাত্রী সম্পের্ক নানা-নাতনি। নানার নাম ইব্রাহীম হোসেন (৬৫) এবং রুকাইয়া খাতুন (১৪)।
ইব্রাহীম উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে। এবং রুকাইয়া বিলউথরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
মান্দা থানার ওসি আনিসুর রহমান বলেন, ঈদ করতে নানা ইব্রাহীম ও নাতনি রুকাইয়া ঢাকা থেকে পাজরভাঙা বাসে করে মান্দা উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার জলছত্র মোড়ে বাস থেকে নেমে অটোরিকশায় করে তারা বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মান্দা থেকে আসা একটি পিকআপ চেয়ারম্যানের মোড় এলাকায় তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে নানা ও নাতনি ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় অটোচালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আজকেরব বাজার/ এমএইচ