নওগাঁর পোরশা উপজেলার ফকিরের মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার নামে এক ব্যক্তি মারা গেছে। পুলিশের দাবি, নিহত দেলোয়ার ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অস্ত্র উদ্ধার করতে ফকিরের মোড় এলাকায় যান তারা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় দেলোয়ার। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে দেলোয়ারকে উদ্ধার করে পোরশা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মুহা. রাশিদুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার হয়েছে। এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা হয়েছে। নিহত দেলোয়ার পোরশা উপজেলার অনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন।