নওগাঁর রানীনগর উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে মেহেরুল ইসলাম (৩২) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেরুল ইসলাম রানীনগর থানা পুলিশের কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার নিচ কাঁকড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। মেহেরুল পশ্চিম বালুভরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে মেহেরুল ইসলাম বাসায় গোসলখানায় কাপড় কাচছিলেন। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি চিৎকার দিয়ে পড়ে যান। মেহেরুলকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/আরআইএস