জেলার মান্দা উপজেলার পারনুরুল্যাবাদ গ্রামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পারনুল্লাবাদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকলিমা বেগম (৭০) ওই গ্রামের মৃত নুর উদ্দিনের স্ত্রী। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূকে আটক করা হয়েছে।
তবে পুত্রবধূ লাইলি বেগম বলেন, ‘আমার স্বামী আজিজুল ইসলাম ঢাকায় মাইক্রোবাস চালান। বাড়িতে আমি একাই থাকি। আর আমার শাশুড়ি থাকেন অন্য এক ছেলের বাড়িতে। গত বৃহস্পতিবার বাবার বাড়ি জয়পুরহাটে বেড়াতে যাওয়ার সময় বাড়ি পাহারা দেয়ার জন্য শাশুড়ি আকলিমা বেগমকে আমাদের বাড়িতে রেখে যাই। এরপর সোমবার দুপুরের দিকে বাড়ি ফিরে দরজায় তালাবদ্ধ দেখে আশপাশের বাড়িতে শাশুড়ির খোঁজ করি। না পেয়ে সন্ধ্যার দিকে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে শাশুড়িকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে। ওসি জানান, মঙ্গলবার সকালে নিহত আকলিমা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান