নওগাঁর মান্দায় সিএনজি চালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাক্টরের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলো নিয়ামতপুর উপজেলার যুগিবাড়ি গ্রামের এনামুল হকের ছেলে আজিজুল ইসলাম (২৮) ও তার আড়াই বছরের শিশু কন্যা তাসফিয়া খানম।
মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে মান্দা-নিয়ামতপুর রাস্তার ঘাটকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত আজিজুল ইসলামের স্ত্রী তাসলিমা বিবি (২২) ও তার শাশুড়ি তাইরুন বিবি (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আজিজুল ইসলাম তার শিশু কন্যা তাসফিয়া খানমকে রাজশাহীতে চিকিৎসা দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে উল্লেখিতস্থানে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আজিজুল ইসলাম ও তার শিশু কন্যা মারা যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধারসহ ট্রাক্টর ও সিএনজি অটোরিকশা হেফাজতে নেওয়া হয়েছে।
এম/আরএম