নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২২ জুন) সকাল ৭টার দিকে উপজেলা সদর গোডাউন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে সালাম (২৪) এবং ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিকী বেপারীর ছেলে হিরো (৩০)।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, সকালে নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহারে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে একটি চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানে থাকা দুজন আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
আজকের বাজার/এমএইচ