চার্জারভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নওগাঁর পোরশায় চার্জারভ্যান আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ভ্যানচালক গুরুতর আহত হন।
নিহতরা হলেন, আব্দুল হাকিম (৫০) ও ছাদিকুল (৪০)। তারা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত চাঁন মুন্সী ও কফিল উদ্দীনের ছেলে। আর চালক মনোয়ার উপজেলার কুশার পাড়া গ্রামের মাজেদুলের ছেলে। আর চালক মনোয়ার হোসেন (১৮) উপজেলার কুশার পাড়া গ্রামের মাজেদুলের ছেলে।
জানা গেছে, সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সরাইগাছি মোড় থেকে হাকিম ও ছাদিকুল একটি চার্জারভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার বেজোড়া মোড়ের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’যাত্রী হাকিম ও ছাদিকুল মারা যান। এতে চালক মনোয়ার গুরুতর আহত হলে তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আজকের বাজার / এ.এ