নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কাওসার হোসেন ও মানিক হোসেন নামে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন।

বৃহস্পতিবার (৫ জুলাই) ভোরে উপজেলার উকিলের মোড় নামক স্থানে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার কাওসার হোসেন (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মানিক হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে গরু নিয়ে ভটভটিযোগে নয়জন গরু ব্যবসায়ী দিনাজপুরের হিলির হাকিমপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ধামুইরহাট উকিলের মোড়ের কাছে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই কাওসার হোসেন মারা যান।

আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মানিক হোসেনের মৃত্যু হয়। আহতদের বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আজকের বাজার/একেএ