নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৬ জন। আজ রোববার দুপুরে উপজেলার কুসরপাড়া এলাকায় এই দুঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কচুন্দা গ্রামের মৃত মুনির উদ্দিনের ছেলে আব্দুস সালাম(৫০) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম(৩২) এবং অজ্ঞাতনামা দুইজন।

পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বেলা বেলা ১২ টার দিকে উপজেলার কচুন্দা গ্রাম থেকে একটি ইজিবাইক ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে সরাইগাছী মোড়ে যাচ্ছিলল। পথে কুসরপাড়া এলাকায় সাপাহার থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালের নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

তিনি জানান, বাসের দুই যাত্রীসহ দুর্ঘটনায় আহত ৬ জনকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এস/