জেলায় প্রাথমিক পর্যায়ে ১ জানুয়ারি থেকে ১ কোটি ৪১ লাখ ৭ হাজার ৩০৩টি বই ও অনুশীলন খাতা বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে। জেলার ১১টি উল্লেখিত পরিমাণ বই ও অনুশীলন খাতা বরাদ্দ প্রদান করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা জানিয়েছেন বরাদ্দকৃত বই-এর মধ্যে আমার বই ৪৬ হাজার ৪শ ২৬টি, অনুশীলন খাতা ৪৬ হাজার ৪শ ২৬টি, প্রথম শ্রেণীর বই ১ লাখ ৭৮ হাজার ১শ ৩৪টি, দ্বিতীয় শ্রেণীর বই ১ লাখ ৭৩ হাজার ৪শ ৩৬টি, তৃতীয় শ্রেণীর বই ৩ লাখ ৩৭ হাজার ৫শ ১২টি, চতুর্থ শ্রেণীর বই ৩ লাখ ২৬ হাজার ২২টি এবং পঞ্চম শ্রেণীর বই ৩ লাখ ৫ হাজার ৪শ ৪২টি।
উপজেলা ও শ্রেণী ভিত্তিক বই বরাদ্দের পরিমান হচ্ছে আত্রাই উপজেলায় আমার বই ৩৯৫০টি, অনুশীলন খাতা ৩৯৫০টি, ১ম শ্রেণীর বই ১৬,৪১০টি, ২য় শ্রেণীর বই ১৫,৫১০টি, ৩য় শ্রেণীর বই ৩০,৮৪০টি, ৪র্থ শ্রেণীর বই ৩০,০৩০টি ও পঞ্চম শ্রেণীর বই ২৭, ৫৭০টিসহ মোট ১ লাখ ২৮ হাজার ২শ ৬০টি, ধামইরহাট উপজেলায় আমার বই ৩১০০টি, অনুশীলন খাতা ৩১০০টি, প্রথম শ্রেণীর বই ১৩,৫০০টি, ২য় শ্রেণীর বই ১২,০০০টি, ৩য় শ্রেণীর বই ২১,৬০০টি, ৪র্থ শ্রেণীর বই ২১,৩০০টি ও পঞ্চম শ্রেণীর বই ২১,৯০০টিসহ মোট ৯৬ হাজার ৫শটি, নওগাঁ সদর উপজেলায় আমার বই ৪,২০০টি, অনুশলীন খাতা ৪,২০০টি, ১ম শ্রেণীর বই ২৭,৯০০টি, ২য় শ্রেণীর বই ২৭,৯০০টি, ৩য় শ্রেণীর বই ৫৫,২০০টি, ৪র্থ শ্রেণীর বই ৫১,৬০০টি, ৫ম শ্রেণীর বই ৪৬,৮০০টিসহ মোট ২ লক্ষ ১৭ হাজার ৮০০টি, নিয়ামতপুর উপজেলায় আমার বই ৩,৯০৭টি, অনুশীলন খাতা ৩,৯০৭টি, ১ম শ্রেণীর বই ১৫,৩০৬টি, ২য় শ্রেণীর ১৪,৭০০টি, ৩য় শ্রেণীর ২৯,২৫০টি, ৪র্থ শ্রেণীর ২৯,১০০টি ও ৫ম শ্রেণীর বই ২৭,৭২০টিসহ মোট ১ লাখ ২৩ হাজার ৮শ ৯০টি, পতœীতলা উপজেলায় আমার বই ৫,৭০০টি, অনুশীলন খাতা ৫,৭০০টি, ১ম শ্রেণীর বই ১৭,১০০টি, ২য় শ্রেণীর বই ১৬,২০০টি, ৩য় শ্রেণীর বই ৩১,২০০টি, ৪র্থ শ্রেণীর বই ২৯,৪০০টি ও ৫ম শ্রেণীর বই ২৫,৮০০টিসহ মোট ১ লাখ ৩১ হাজার ১০০টি, পোরশা উপজেলায় আমার বই ২,৭৫০টি অনুশীলন খাতা ২,৭৫০টি, ১ম শ্রেণীর বই ৯,০০০টি, ২য় শ্রেণীর বই ৮,৭০০টি, ৩য় শ্রেণীর বই ১৬,৫০০টি, ৪র্থ শ্রেণীর বই ১৫,৬০০টি ও ৫ম শ্রেণীর বই ১৫,০০০টিসহ মোট ৭০ হাজার ৩০০টি, বদলগাছি উপজেলায় আমার বই ৪,২৭৪টি, অনুশীলন কাতা ৪,২৭৪টি, ১ম শ্রেণীর বই ১২,৩৩০টি, ২য় শ্রেণীর বই ১৩,৫০০টি, ৩য় শ্রেণীর বই ২৫,০৮০টি, ৪র্থ শ্রেণীর বই ২৪,৫৪০টি ও ৫ম শ্রেণীর বই ২৩,৭৬০টিসহ মোট ১ লাখ ৭ হাজার ৭শ ৫৮টি, মহাদেবপুর উপজেলায় আমার বই ৪,৯৫০টি, অনুশীলন খাতা ৪,৯৫০টি, ১ম শ্রেণীর বই ১৯,৩৫০টি, ২য় শ্রেণীর বই ১৮,৭৫০টি, ৩য় শ্রেণীর বই ৩৬,৯০০টি, ৪র্থ শ্রেণীর বই ৩৪,৮০০টি ও ৫ম শ্রেণীর বই ৩৩,০০০টিসহ মোট ১ লাখ ৫২ হাজার ৭০০টি, মান্দা উপজেলায় আমার বই ৬,৯৫০টি, অনুশীলন খাতা ৬,৯৫০টি, ১ম শ্রেণীর বই ২২,৮০০টি, ২য় শ্রেণীর বই ২২,৬৮০টি, ৩য় শ্রেণীর বই ৪৪,৭০০টি, ৪র্থ শ্রেণীর বই ৪৩,২০০টি ও ৫ম শ্রেণীর বই ৪১,১৯০টিসহ মোট ১ কোটি ৮৮ লাখ ৪শ ৭০টি, রানীনগর উপজেলায় আমার বই ৩,০৯০টি, অনুশীলন খাতা ৩,০৯০টি, ১ম শ্রেণীর বই ১২,৪৫০টি, ২য় শ্রেণীর বই ১২,১৬৫টি, ৩য় শ্রেণীর বই ২৪,০০০টি, ৪র্থ শ্রেণীর বই ২৪,০০০টি ও ৫ম শ্রেণীর বই ২২,২০০টিসহ মোট ১ লক্ষ ৯শ ৯৫টি এবং সপাহার উপজেলায় আমার বই ৩,৫৫৫টি, অনুশীলন খাতা ৩,৫৫৫টি, ১ম শ্রেণীর বই ১১,৯৮৮টি, ২য় শ্রেণীর বই ১১,৩৩১টি, ৩য় শ্রেণীর বই ২২,২৪২টি, ৪র্থ শ্রেণীর বই ২২,৪৫২টি ও ৫ম শ্রেণীর বই ২০, ৫০২টিসহ মোট ৯৫ হাজার ৬শ ২৫টি।
অপরদিকে প্রাথমিক স্তরের ইংরেজি ভার্সন পাঠ্য পুস্তক হিসেবে ১ম শ্রেণীর জন্য ৬৬০টি, ২য় শ্রেণীর জন্য ৬৪৫টি, ৩য় শ্রেণীর জন্য ১,২২০টি, ৪র্থ শ্রেণীর জন্য ৭৫০টি এবং ৫ম শ্রেণীর জন্য ৬৩০টিসহ সর্বমোট ৩ হাজার ৯শ ৫টি।