নওগাঁ জেলার ১১ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫৫১ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ৮৩৮ জন। এছাড়া ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ২৪২ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ জানান, বিভিন্ন দেশ থেকে আসা ৮৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে নওগাঁ সদর উপজেলায় ২০০, রানীনগর উপজেলায় ৬৬, আত্রাই উপজেলায় ৮২, মহাদেবপুরে ৯৫, মান্দায় ৯০, বদলগাছি উপজেলায় ৩৩, পত্নীতলায় ১১৯, ধামইরহাটে ৫৮, নিয়ামতপুরে ৩৮, সাপাহারে ৩৭ এবং পোরশায় ২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইনে প্রত্যেককে ১৪ দিন থাকতে হবে। এ সময়ের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তারা মোবাইলে সরাসরি সিভিল সার্জনের অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেককে বাইরে চলাফেরা না করে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে এবং তাদের দেখভাল করা হচ্ছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন। এদিকে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন জনশূন্য হয়ে পড়েছে নওগাঁ শহরের রাস্তাঘাট। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। মুদি এবং ওষুধের দোকান ছাড়া সকল দোকান, হোটেল-রেঁস্তোরা এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সূত্র- ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার