জেলায় চলতি শারদীয় দুর্গোৎসবে মোট ৭৭৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে জেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।
উপজেলাভিত্তিক দুর্গা মন্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১১৩টি, আত্রাই উপজেলায় ৪৮টি, রানীনগর উপজেলায় ৫০টি, বদলগাছি উপজেলায় ৯১টি, মহাদেবপুর উপজেলায় ১৬০টি, মান্দা উপজেলায় ১১৩টি, নিয়ামতপুর উপজেলায় ৫৯টি, পতœীতলা উপজেলায় ৭৭টি, পোরশা উপজেলায় ২০টি, সাপাহার উপজেলায় ১৭টি এবং ধামইরহাট উপজেলায় ৩০টি।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা বলেছেন মন্ডপে মন্ডপে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছর জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের নিবিড় তত্বাবধান রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ নাই। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে তার প্রত্যাশা।
পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেছেন নওগাঁ জেলার পরিবেশ এমনিতেই শান্তিপূর্ণ। বরাবরই এখানে পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে। তারপরও এ বছরের দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে ব্যপারে পুলিশের ব্যপক প্রস্তুতি রয়েছে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।