জেলার নওগাঁ ও ধামইরহাট পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ সকা‘ল ৮টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের সারিবদ্ধ ভাবে ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল ৮টা বাজার সাথে সাথে এসব কেন্দ্রে ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে তাঁদের ভোট প্রদান শুরু করেছেন।
নওগাঁ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন, নওগাঁ পৌরসভায় ৪১টি কেন্দ্রে মোট ১ লাখ ১৬ হাজার ২শ ৪০ জন এবং ধামইরহাট পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ৬শ ৪০ জন ভোটার রয়েছে।
নওগাঁ পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন এবং ধামইরহাট পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান