স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় কে এম নওশেরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন নওশেরুজ্জামান। তার মত একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
তিনি বলেন, ক্রীড়াঙ্গন এবং মহান মুক্তিযুদ্ধে নওশেরুজ্জামানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।