নওয়াজ শরীফকে আজীবনের জন্য প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট।
রায়ে বলা হয়েছে, সংবিধানের যে ধারা অনুযায়ী সংসদ সদস্য হিসেবে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তা আজীবনের জন্যই।
এর আগে, গেলো বছর পাকিস্তানের সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেন সে সময়ের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ওই রায়ে বলা হয়, ২০১৩ সালে নির্বাচনের হলফনামায় নওয়াজ শরীফ দুবাইভিত্তিক একটি কোম্পানির চেয়ারম্যান পদে থাকার কথা গোপন করেছেন। এ কারণে তিনি এখন আর সংসদ সদস্য হিসেবে কাজ করার যোগ্য নন। সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতি সর্বসম্মতভাবে ওই রায় দেন।
পাকিস্তানের সংবিধানের ৬২ (১) (এফ) ধারা অনুসারে, ওই রায়ের পর নওয়াজ আজীবনের জন্য অযোগ্য কী না তা নিয়ে বিতর্ক শুরু হয়। এদিকে, এই রায়কে কৌতুক এবং গভীর ষড়যন্ত্র বলেছে নওয়াজ শরীফের দল।
আজকের বাজার/আরজেড