পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফ এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে ফিরবেন।
সোমবার (২ জুলাই) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।
আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামতে চান নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে। ‘পাকিস্তান মুসলিম লীগ’ দলের জেষ্ঠ্য এক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
আগামী সপ্তাহে মেয়ের সঙ্গে প্রচারে নামতে শিগগিরই তাই দেশের মাটিতে পা রাখছেন নওয়াজ শরিফ।
বর্তমানে লন্ডনে অসুস্থ স্ত্রীর সঙ্গে আছেন নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে। গত ১৩ জুন স্ত্রীর অবস্থার অবনতি ঘটলে মেয়েসহ লন্ডনে যান নওয়াজ শরিফ। এক বছর ধরে তাঁর স্ত্রী লন্ডনে চিকিৎসারত। তিনি অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছেন।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, গত কয়েকদিন যাবত খুব কঠিন সময় পার করছি। আমি প্রতিজ্ঞা করছি স্ত্রীর অবস্থার একটু উন্নতি হলে আমি দেশে ফিরবো। তবে তার মেয়ে দেশটিতে তার আগে ফিরতে পারেন।
আজকের বাজার/এসএম