নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুর্নীতির অভিযোগে চলমান মামলার শুনানির জন্য আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নওয়াজ শরিফের আইনজীবী জানান, লন্ডনে চিকিৎসাধীন তার অসুস্থ স্ত্রীর পাশে থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বিষয়টি বিবেচনায় নেওয়ার আদালতে আবেদন জানালে তা প্রত্যাখ্যান করেন বিচারক মোহাম্মদ বশির।

৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। পাকিস্তানের আইন অনুযায়ী, এ সময়ের মধ্যে নওয়াজ শরিফ জামিন নিতে ব্যর্থ হলে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।

নওয়াজ শরিফের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিদেশে সম্পদ তৈরির অভিযোগে তিনটি দুর্নীতির মামলা চলছে। এসব মামলার কয়েকটি শুনানিতে হাজির হতে ব্যর্থ হয়েছেন তিনি।

পানামা পেপার্স দুর্নীতি মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করলে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে বাতিল করা হয় তার সংসদ সদস্য পদও।

এ আসনে উপ-নির্বাচন করে বিজয়ী হয়েছেন তার স্ত্রী কুমসুম নওয়াজ। ক্যানসারে আক্রান্ত কুমসুম লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সেখানে রয়েছেন নওয়াজ শরিফ।

আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭