পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে। রোববার (২৯ জুলাই) রাতে আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তাকে হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান পিআইএমএস মুখপাত্র ওয়াসিম খাজা। প্রাথমিক চিকিৎসায় শনাক্ত করা হয়েছে, নওয়াজের সুগার লেভেল অনেক বেশি এবং মানসিক চাপের কারণে হৃদরোগে ভুগছেন।
পাঞ্জাব প্রশাসনের দাবি- কার্ডিওগ্রামে জটিলতা ধরা পড়ায়, সেটি খতিয়ে দেখতে হাসপাতালে নেয়া হয়েছে, নওয়াজকে। চিকিৎসকদের পরামর্শ এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তার হাসপাতালে থাকা।
এদিকে, নওয়াজের অসুস্থতার খবরে রাত থেকেই বিক্ষোভ-প্রতিবাদ জানাচ্ছেন তার সমর্থকরা। অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা পাওয়া নওয়াজ শরিফ ১৩ জুলাই থেকে কারাভোগ করছেন।
আরএম/