নওয়াপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৪০

সাতক্ষীরার আশাশুনি সড়কের নওয়াপাড়া নামকস্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯ টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ ঘটনটি ঘটে।

আহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বুধহাটার নওয়াপাড়া নামকস্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকরে মুখোমুখি সংঘর্ষের অনেকেই আহত হয়েছেন।গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকেরবাজার/আউদ/এস