শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে উরফুলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী আবুল হোসেন (৪০) গুরুতর আহত হন।
সোমবার ২৪ এপ্রিল সকালে উপজেলার কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকি জানান, উপজেলার কলাপাড়া গ্রামে সকালে বৃষ্টির সময় নিহত উরফুলা বেগম ও তার স্বামী নিজ বসতঘরে অবস্থান করছিলেন।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই উরফুলার মৃত্যু হয়। গুরুতর আহত স্বামী আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকেরবাজার: আরআর/ ২৪ এপ্রিল ২০১৭