খুলনায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

নকলে বাধা দেওয়ায় খুলনা পলিটেকনিক কলেজের শিক্ষক অমল কৃষ্ণ রায়কে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ মে) কলেজ শেষে বাড়ি ফেরার সময় তার ওপর এ হামলা হয়।

জানা গেছে, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের কলেজের আইপিসিটি বিভাগের ষষ্ঠ পর্বের ছাত্র আজিজুর রহমানকে পরীক্ষায় নকল করায় বহিষ্কার করেন শিক্ষক অমল কৃষ্ণ।

২৭ মে কলেজের বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছিল। ওই দিন  আজিজুর রহমান ও আইপিসিটি বিভাগের ৮ম পর্বের আরও এক শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়। পরে ওই ছাত্ররা কলেজ ত্যাগ করার আগে  শিক্ষক অমলকে হুমকি প্রদান করে।

বিষয়টি প্রিন্সিপাল নুরুজ্জামান প্রামাণিককে লিখিতভাবে অবহিত করেন অমল কৃষ্ণ।

ওই দিন রাতেই শিক্ষক অমল কৃষ্ণ রায়ের বাড়িতে গিয়ে বহিষ্কারটি প্রত্যাহার করার জন্য আবারও  হুমকি প্রদান করে ২০ থেকে ২৫ জনের একটি দল।

মঙ্গলবার (২৯মে) কলেজ শেষে শিক্ষক অমল কৃষ্ণ রায় বাড়ির উদ্দেশে রওনা দিলে কলেজ গেটে ৫-৮ জন মুখোশ পরা যুবক তার ওপর ধারালো চাইনিজ কুড়াল, রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তার মাথায় কোপ দেয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল নুরুজ্জামান প্রামাণিক বলেন, ওই দিন যে ছেলেটিকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছিল সেই ছেলেটি ওই শিক্ষককে হুমিক দিয়েছিল। এরপর বাসায়ও তাকে হুমকি-ধমকি দেয়া হয়। বিষয়টি শিক্ষক অমল কৃষ্ণ রায় আমাকে অবহিত করলে আমি তাকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি।

হামলার বিষয়টি খালিশপুর থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার ও ডিসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে অবহিত করা হয়েছে।

খালিশপুর থানার ওসি সরদার মো. মোশারফ হোসেন বলেন, ‘আমি শুনেছি পলিটেকনিক কলেজের একজন শিক্ষককে মেরে আহত করা হয়েছে।  দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

আজকের বাজার/এসএম