নগদ লভ্যাংশই দিতে হবে মিউচ্যুয়াল ফান্ডগুলোকে

পুঁজিবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডগুলোকে এখন থেকে নগদ লভ্যাংশ দিতে হবে। লভ্যাংশ হিসেবে আর রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) দিতে পারবে না।
আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নেয়।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ৬৬ অনুযায়ী: লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) পদ্ধতি এখন থেকে বাতিল করা হয়েছে। ফলে বে-মেয়াদী এবং মেয়াদী উভয় ধরণের ফান্ডের ক্ষেত্রেই কেবল মাত্র নগদ লভ্যাংশ প্রদান করা যাবে।

আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর বিধি ৯ (গ) এ উল্লেখিত বে-মেয়াদী ফান্ডের উদ্যোক্তার লক-ইন বিষয়ে এই নির্দেশনা দেয়া হয়েছে: বে-মেয়াদী ফান্ডের ক্ষেত্রে মেয়াদী ফান্ডের উদ্যোক্তার অংশ ফান্ড গঠনের তারিখ থেকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ এবং তৎপরবর্তিতে উক্ত ধারণকৃত অংশের অন্তত ১০ শতাংশ উদ্যোক্তা কর্তৃক ফান্ডের অবসায়ন পর্যন্ত সার্বক্ষণিকভাবে সংরক্ষণ করতে হবে। এর ফলে মেয়াদী ও বে-মেয়াদী ফান্ডের ভিন্নতা ছিল তা দূরীভূত হবে।

 

 

আজকের বাজার/মিথিলা