নগদ লভ্যাংশ ঘোষনা করেছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১

আজ ১১ আগষ্ট, ২০২২ ইং তারিখে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১ এর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১ এর ৩০ শে জুন ২০২২ ইং সালের সমাপ্ত বৎসরের ফান্ডের একাউন্ট এবং নিরিক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) অনুমোদন করা হয়।

সভায় ট্রাস্টি বোর্ড ৩০ শে জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত সকল ইউনিট হোল্ডারদের জন্য ইউনিট প্রতি ৮.০০% ক্যাশ ডিভিডেন্ট বা নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১ এর ৩০ শে জুন ২০২২ ইং সালের সমাপ্ত বৎসরের নিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৫৬৩,১৮৭,৭৭২.০০ টাকা এবং বাজারমূল্যে ৬৩৭,৩৩৮,৩০৮.০০ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১.২৩ টাকা এবং বাজারমূল্যে ১২.৭১ টাকা, নীট লভ্যাংশ ৩৬,৪৭৭,৫৩৩.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ০.৭৩ টাকা।