নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বন্টন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮, সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যাদের ডিভিডেন্ড ব্যাংক একাউন্টে পাঠানো যায়নি তাদের বর্তমান ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে।

কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ২৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪১ টাকা। ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬৯ টাকা ৩১ পয়সা। যা আগের বছরের একই সময় ছিল ১৪৩ টাকা ০৭ পয়সা।

 

আজকের বাজার/মিথিলা