নগদ লভ্যাংশ পাঠিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ টি প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বন্টন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড বিইএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়,যারা বিইএফটিএন এর আওতার মধ্যে নেই তাদেরকে নগদ লভ্যাংশ কুরিয়ারের মাধ্যমে আগামী ১২ জানুয়ারি পাঠানো হবে।

আর বিইএফটিএন রিফান্ড কেসের ক্ষেত্রে, রেজিস্টর্ড অফিস থেকে রিফান্ড ওয়ারেন্ট সংগ্রহ করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

আজকের বাজার/মিথিলা