নগদ লভ্যাংশ বন্টন করছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ রাজধানির, ৬ পান্থপথের নাভানা ডিএইচ টাওয়ারের ৯ম তলা থেকে সংগ্রহ করা যাবে। গত ২ মার্চ শনিবার থেকে লভ্যাংশ বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি যা আজ শেষ হবে।

আর যেসব বিনিয়োগকারীরা লভ্যাংশ সংগ্রহ করতে পারবে না, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজস্ব ঠিকানায় লভ্যাংশ পাঠিয়ে দেয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরে সিনোবাংলা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

 

আজকের বাজার/মিথিলা