জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জাতিগতভাবে আর্মেনীয় অঞ্চল নগর্নো কারাবাখ বিষয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে সপ্তাহান্ত থেকেই প্রচন্ড লড়াই চলছে। কূটনীতিকরা সোমবার এএফপি’কে একথা বলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জার্মানি ও ফ্রান্স এ বৈঠকে বসার নেতৃত্ব দিচ্ছে। ইউরোপের অপর পরিষদ সদস্য বেলজিয়াম, ব্রিটেন ও এস্তোনিয়া এ পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের মাঝামাঝি সময়ে ইয়ারেভান সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এ অঞ্চলে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। এতে ককেশাসে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের আশংকা বৃদ্ধি পাচ্ছে।
আর্মেনিয়া ও আজারবাইজান দশকের পর দশক ধরে নগর্নো কারাবাখ নিয়ে ভূখন্ডগত বিরোধে লিপ্ত রয়েছে। ভূখন্ডটি নিয়ে তারা এ বছরের গোড়ার দিকে এবং ২০১৬ সালে ব্যাপক যুদ্ধে জড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা যায়, সেখানে অতি সাম্প্রতিক লড়াইয়ে কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে।