সুপার মডেলের তকমা নিয়ে বেশ এগিয়ে যাচ্ছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন ।সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমাতেও।
১৯ বছরের এই মডেল সম্প্রতি আবারও একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে তাকে তার শরীরের ওপরের অংশ খোলা অবস্থায় দেখা যায়। তবে, এবার তার এই সাদাকালো ছবিতে সমালোচকদের উদ্দেশ্যে দীর্ঘ বার্তা লেখেন তিনি।
সম্প্রতি খোলামেলা সূর্যস্নানের ছবি শেয়ার করে বিতর্কে জড়ান প্যারিস জ্যাকসন। তবে নগ্নতা ব্যাপারটাকে খারাপভাবে দেখছেন না তিনি। তাই এর জন্য মোটেও দুঃখিত নন। বরং এর মাঝে এক গভীর দর্শনের সন্ধান পেয়েছেন।
বার্তায় তিনি বলেন, ‘নগ্নতাবাদ’ আবির্ভূত হয়েছে প্রকৃতির কাছে ফেরার একটি আন্দোলন হিসেবে।
ইনস্টাগ্রামে প্যারিস লিখেছেন, প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার একটি প্রক্রিয়াই হলো নগ্নতা। ব্যক্তি স্বাধীনতা কিংবা আন্দোলনের ভাষাও হতে পারে নগ্নতা। এর মাঝে একটা দর্শন লুকিয়ে আছে। এটা একটি দর্শন। এটি পৃথিবীর সঙ্গে তার সংযোগ স্থাপন করতে সহায়তা করে এবং এটি একটি ‘সুন্দর জিনিস যার সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই। নারীবাদ এমন একটি ধারণা, যা নিজেকে নিজের মতো করে ব্যাখ্যার সুযোগ দেয়। মানব শরীর হচ্ছে একটি সুন্দর জিনিস এবং এতে কিছু যায়-আসে না কী অপূর্ণতা আপনার মধ্যে আছে। আপনার শরীর ক্ষত চিহ্ন যুক্ত, অতিরিক্ত ওজন, প্রসারিত বা দাগযুক্ত যাই হোক না কেন এটা সুন্দর এবং আপনার তা প্রকাশ করা উচিত সেভাবে, যেভাবে আপনি তা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
পরিচালক ন্যাশ এডগারটনের পরবর্তী ছবিতে অভিষেক হচ্ছে তার। ছবিটি প্রযোজনা করবে অ্যামাজন স্টুডিও। ছবিতে প্যারিসের চরিত্রের নাম ‘নেলি’। জানা গেছে, সিনেমাটি অনেকটা ‘ডার্ক কমেডি’ ঘরনার।
আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৭