নগ্ন হয়ে বিশ্ব ভ্রমণে দম্পতি

সম্পূর্ণ নগ্ন হয়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছেন নিক ও লিন্স নামে বেলজিয়ামের এক দম্পতি। এখনও পর্যন্ত অস্ট্রিয়া, ব্রাজিল, ইতিটালি, লুক্সেমবার্গ, ক্রোয়েশিয়া, গ্রিসের মতো দেশ দেখে ফেলেছেন তারা।

প্রথমে বাধা পেলেও দমে যাননি নিক ও লিন্স। তবে অনেক জায়গাতেই তাদের সাদরে গ্রহণ করা হয়েছে। আর এখন নগ্নতাতেই এখন তারা বেশি সাবলীল। নগ্ন এই ভ্রমণ নিয়ে নিয়মিত ব্লগও লেখেন নিক ও লিন্স। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করেন।

নিক ও লিন্স জানিয়েছেন, জীবনটা কাপড় ছাড়াই বেশি সুন্দর। তাই যত বেশি সম্ভব নগ্ন ভ্রমণেই ব্যস্ত আছেন তারা।

শুরুটা একটু হঠাৎ করেই হয়েছিল নিক ও লিন্সের। অজান্তেই তারা একটি নগ্ন স্টিম বাথ বুক করে ফেলেছিলেন। কিন্তু সেখানে গিয়ে দুই জনের নগ্নতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। এরপরই বেলজিয়ামের দম্পতি ঠিক করেন মুক্ত শরীর নিয়েই সারা বিশ্ব ঘুরে বেড়াবেন তারা। যাতে শালীন-অশালীনের সীমা পেরিয়ে মানুষের কাছে নগ্নতার প্রকৃত অর্থ পৌঁছে দেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, সময়সাপেক্ষ ভ্রমণে ব্যাগে জিনিসপত্র যতটা কম নেওয়া যায় ততই ভাল। এই কথা অক্ষরে অক্ষরে পালন করেন নিক ও লিন্স।

আজকের বাজার: আরআর/ ০৭ অক্টোবর ২০১৭