নজরদারি বাড়ায় এবারের জেএসসিতে পাসের হার কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ৩০ ডিসেম্বর দপুরে গণভবনে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল গ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ছেলে-মেয়েরা তো মেধাবী, তারা পড়লেই পাস করবে। তারা ফেল করবে কেন?। আগামী বছর এ পাসের হার বাড়বে।
শেখ হাসিনা বলেন, ৫ ম ও ৮ ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেওয়ায় ছেলে-মেয়েদের পরীক্ষা ভীতি কমেছে। তারা পড়লেই পাস করবে। আমাদের ছেলে মেয়েরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে আমাদের ছেলে-মেয়েরা পিছিয়ে থাকবে কেন?
এ বছর প্রাথমিকে ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর এতে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে পাসের হার এ বছর কমেছে।
এদিকে পাসের হার বিবেচনায় ৭ বিভাগের মধ্যে বরিশাল বিভাগ সেরা। আর সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৭ টি বিভাগের হিসেবে পরীক্ষা নেয় এবং ফলাফলের সার সংক্ষেপ তৈরি করে।
অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত ফলাফলের সার সংক্ষেপে দেখা যায়, বরিশাল বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাশং। সিলেটে ৯১ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জ প্রথম। এ জেলার পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। ঝালকাঠি জেলার পাসের হার সর্বনিম্ন। এখানে পাসের হার ৮৭ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে ৫০৮ উপজেলা/থানার মধ্যে ৩টি উপজেলায় শতভাগ পাস করেছে। যশোর জেলার কেশবপুর উপজেলার পাসের হার সর্বনিম্ন। এ এখানে পাসের হার ৭১ দশমিক ২০ শতাংশ।
আজকের বাজার: আরআর/ ৩০ ডিসেম্বর ২০১৭