নজরুল ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন:নতুন ৭টি মিশন স্থাপনের নিদ্ধান্ত

নজরুল ইনস্টিটিউট আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

ছোড়া বিশ্বের সাতটি শহরে নতুন মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদনও দেয়া হয়েছে। সচিব জানান, আফগানিস্তানের কাবুল, সুদানের খার্তুম, দক্ষিণ আফ্রিকার প্রিটাউন, কানাডার টরোন্টো, ভারতের চেন্নাই, রোমানিয়ার বুখারেস্ট ও অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে চালু হওয়া ১৭টি শহরে বাংলাদেশ মিশন স্থাপনের বিষয়ে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

আজকের বাজার: এলকে/এলকে ০৭ আগস্ট ২০১৬