নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার চাকরিচ্যুত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এম এম শামসুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনটি জারি হয়।

চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কবি নজরুল বিশ্ববিদ্যারয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীর জানান, ২০১৫ সালে চার বছরের জন্য নিয়োগ পান ট্রেজারার এ এম এম শামসুর রহমান।

রাসেল/