বিশেষ সমাবর্তনে যোগ দিতে পশ্চিমবঙ্গের আসানসোলের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৬মে) বেলা ১২টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনাকে ডি. লিট ডিগ্রি দেয়া হবে। এ সময় শেখ হাসিনা অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন। এরপর তার সঙ্গে হোটেল তাজ-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে পশ্চিমবঙ্গের বিধানসভার সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২৫ মে) পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বাংলাদেশ ভবন। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকও হয়। আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরজেড/