ইংলিশ ফুটবলে গ্যাব্রিয়েল মার্টিনেলির প্রথম গোল ও ইনজুরি কাটিয়ে রব হোল্ডিংয়ের ফেরার দিনে আর্সেনাল দ্বিতীয় সারির দল নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। ব্রাজিলিয়ান ক্লাব ইটুয়ানো থেকে এবারের গ্রীষ্মে আর্সেনালে যোগ দিয়েছিলেন মার্টিনেলি। তার গোলেই ৩১ মিনিটে এগিয়ে গিয়েছিল গানার্সরা। এরপর স্টপেজ টাইমে তিনি দলের হয়ে শেষ গোলটিও করেন। মাঝে দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করেছেন হোল্ডিং, জো উইলকক ও রেইস নেলসন।
এছাড়াও গতকাল সাউদাম্পটন তৃতীয় সারির দল পোটর্সমাউথকে ৪-০ গোলে, ওয়ার্টফোর্ড ২-১ গোলে সোয়ানসি সিটিকে, লিস্টার ৪-০ গোলে লুটনকে ও এভারটন ২-০ গোলে শেফিল্ডকে পরাজিত করেছে।
আজকের বাজার/লুৎফর রহমান