যুক্তরাষ্ট্র জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের সহযোগিতা করতে প্রস্তুত। নডস্ট্রিম পাইপলাইনে ফুটো ধরা পড়ার পর মঙ্গলবার এ কথা বলেছে ওয়াশিংটন।
একইসঙ্গে এটি নাশকতা কিনা তাও খতিয়ে দেখার কথা জানাল দেশটি।
মার্কিন পররাাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেন, এটি নাশকতা নাকি হামলার কারনে হয়েছে তা নিশ্চিতের অপেক্ষায় আছি আমরা।
তিনি বলেন, যদি নিশ্চিত হওয়া যায় যে এটি কারো স্বার্থেই ঘটেনি তাহলে আমার মতে, ইউরোপের জ্বালানি সক্ষমতার ওপর এর কোন প্রভাব পড়বে না।
তবে তিনি বলেন, আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদে ইউরোপ ও পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্যে কাজ করে যাচ্ছি।
এ প্রসঙ্গে তিনি ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়ার ওপর বিশেষ করে জার্মানির নির্ভরশীলতা কমাতে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের জোর প্রচেষ্টার কথা তুলে ধরেন।
এদিকে পরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক টুইটার বার্তায় বলেছেন, পাইপলাইন নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র সহায়তা করছে এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তার জন্যেও আমরা অব্যাহতভাবে কাজ করে যাচিছ।
নডস্ট্রিম পাইপলাইন-১ এবং নডস্ট্রিম পাইপলাইন-২ এর ছিদ্রের জন্যে ইউক্রেন রাশিয়াকে দায়ী করে বলেছে, এটি সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।