জেলায় হত্যা, মাদক, অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৭ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার দিকে খুলনার হরিনটানা থানার কৈয়াবাজার এলাকার বিধানসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নড়াইল পৌরসভার ভওয়াখালী উত্তপাড়ার লাল মিয়া বিশ^াসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যা, অস্ত্র ও মাদক আইনেসহ ৭টি মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিলো। চলতি বছরের ৮মার্চ অস্ত্র মামলায় নড়াইলের একটি আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর কোবরা বাবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান কোবরা বাবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণকরা হবে।