‘স্মার্ট যুব,সম্মৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার। (বাসস)