জেলায় আজ নড়াইল পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার নড়াইল পৌরসভার উজিরপুর বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান পলাশ প্রমুখ। (বাসস)