নড়াইলে বোরো মওসুমে প্রণোদনা পাচ্ছেন ২৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

জেলার তিনটি উপজেলায় চলতি বোরো মওসুমে কৃষি  প্রণোদনা কর্মসূচির আওতায় প্রণোদনা হিসাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ২৫ হাজার ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষক।

আজ সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজিত প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে  অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মওসুমে এ কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ছয়হাজার কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচকেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার এবং তিনহাজার ছয়শ’ জন কৃষকের মধ্যে জনপ্রতি দুইকেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।

এছাড়া লোহাগড়া উপজেলায় চারহাজার পাঁচশ’ কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচকেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও এমওপি সার এবং দুইহাজার আটশ’ জন কৃষকের মধ্যে জনপ্রতি দুইকেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ এবং কালিয়া উপজেলায় চারহাজার পাঁচশ’ কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচকেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও এমওপি সার এবং তিনহাজার ছয়শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি দুইকেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। (বাসস)