নড়াইলে সমাপ্ত হলো দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব

জেলায় দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড়ে সমাপ্ত হলো দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব।শনিবার রাত ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সঙ্গীত উৎসবের সমাপ্তি ঘটে। শ্রুতি-ছন্দ সঙ্গীত নিকেতন,নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সঙ্গীত উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সঙ্গীত উৎসব-২০২৪ উদযাপন পরিষদের আহবায়ক ড. বাদল প্রামাণিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম,এম, আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার,নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলামসসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সঙ্গীত উৎসব অনুষ্ঠানে আমেরিকা নিউজার্সি ছন্দায়ন’র সভাপতি প্রখ্যাত তবলা শিল্পী পন্ডিত সমীর চ্যাটার্জী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক ড.অসিতরায়, আমেরিকা প্রবাসী কন্ঠশিল্পী সঙ্ঘমিত্র চ্যাটার্জী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক ড. পদ্দিনী দে,ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রিয়াংকা ঘোপ,কুষ্টিয়া বরীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. বাদল প্রামাণিক,প্রভাষক মো: বুলবুল আহমেদ,সজল বিশ^াস, অরুপ বিশ^াসসহ দেশ বরেণ্য শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণোচ্ছল পরিবেশে দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব-২০২৪ শুরু হয়।এছাড়া এ অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদানসহ উচ্চাঙ্গ ও লঘু উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করা হয়। সঙ্গীত উৎসবে দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।দু’দিনের এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,শিল্পীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপূল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।