নড়াইলে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি নড়াইলে। রোববার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। যান-বহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

অপরদিকে হরতালের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সমর্থকরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

নড়াইল চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের নেতা শরফুল আলম লিটু, হাফিজ খান মিলন, খোকন কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, যুবলীগ নেতা কাজী মনিরুজ্জামান বাবু, খন্দকার মাসুম বিল্লাহ, তরিকুল বিশ^াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ।
এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। (বাসস)