নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জিম কার্যক্রমের উদ্বোধন করলেন মাশরাফি এমপি

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জিম কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন- নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এসময় বক্তব্য রাখেন- আইপিডিসির সিও মমিনুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কাউন্সিলর শরফুল ইসলাম লিটু প্রমুখ।

এর আগে ফিতা কেটে জিম কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আইপিডিসির সহযোগিতায় প্রায় ৬৫ লাখ টাকা ব্যায়ে জিম ঘর নির্মাণ করা হয়। (বাসস)