ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। এবার তারা জুটি হলেন মিউজিক ভিডিওতে। ‘স্বপ্ন ভুবন’ শিরোনামের একটি গানের ভিডিওতে এই জুটিকে দেখা যাবে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিইউ শুভ।
জানা গেছে, মেহতাজ ও লাবণ্যের গাওয়া ‘স্বপ্ন ভুবন’ দ্বৈত গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন। মিশ্র অ্যালবাম ‘এলোমেলো’-এর এই গানটি এর আগে নির্মাতা বিইউ শুভর ‘টুকরো প্রেমের টান’ নাটকে ব্যবহার করা হয়েছিল। এবার গানের ভিডিও প্রকাশ করা হলো জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।
জানতে চাইলে অপূর্ব বলেন, মিউজিক ভিডিওর কাজ করার আলাদা এক ধরনের আনন্দ আছে। কারণ, স্বল্প ব্যপ্তির একটি গানের ভিডিওতেও দারুণ সব গল্প তুলে ধরা যায়। ‘স্বপ্ন ভুবন’ গানের ভিডিওতেও দর্শক দারুণ একটি গল্প খুঁজে পাবেন। শুভ নির্মাণেও যত্নের ছাপ আছে। আশা করি, গানের ভিডিওটি অনেকের ভালো লাগবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মেহজাবিন বলেন, অপূর্বর সঙ্গে নাটক, টেলিছবিতে জুটি হয়েছি। নাটকের গানেও আমরা কণ্ঠশিল্পী ও মিউজিক কম্পোজারের চরিত্রে অভিনয় করে সাড়া পেয়েছি। আশা করছি, মিউজিক ভিডিওতেও জুটি হিসেবে দর্শকের মনোযোগ কাড়তে পারব।
আজকেরবাজার/এসকে