নতুন অতিথিকে স্বাগত জানাতে ঢাকায় সাকিব

ভারতে চলমান আইপিলের ১১তম আসরে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। নতুন ঠিকানায় উজ্জ্বল সাকিব।

সম্প্রতি সাকিবের বোন রিতু কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আর তাই নতুন অতিথিকে স্বাগতম জানাতে ৩ দিনের ছুটি নিয়ে দেশে ফিরেছেন সাকিব।

এবারের আইপিএল নিলামে ২ কোটি রুপিতে সাকিবকে দলে টানে সানরাইজার্স। নতুন দলের হয়ে চলতি আইপিএলে বেশ সফল সাকিব। ৮ ম্যাচে তার সংগ্রহ ২২.০০ গড়ে ১২৩ রান। আর বল হাতে শিকার ৮ উইকেট।আসরে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার উপরের দিকেই আছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।

উল্লেখ, গত বছর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ছোট ভাই আলী আহমেদ মোল্লার পুত্র সাইফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিবের বোন জান্নাতুল ফেরদৌস রিতু।

এস/