পুরাতন ভ্যাট আইনে ভ্যাট কস্ট অব ডুয়িং বিজনেসের এনভায়রমেন্টের ক্ষেত্রে একটি বড় বাধা ছিল। নতুন আইনে বাধাগুলো দূর করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন ভ্যাট অনলাইনের উপ-প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন।
গতকাল রোববার বিকেলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে ডেইলি সান আয়োজিত ‘নতুন ভ্যাট হার: ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে এর প্রতিক্রিয়া’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানান তিনি।
মো. জাকির হোসেন বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ আসছে না। কিন্তু কেন আসছে না- সে বিষয়ে আমরা খুব বেশি আলোচনা করি না। আমাদের হিসেবে দেশে কস্ট অব ডুয়িং বিজনেসের অবস্থা ভালো না। ব্যবসায়িক পরিবেশ অনেক জটিল। আন্তর্জাতিক সূচকে আমাদের অবস্থান একেবারে নিচের দিকে। এর প্রধান কারণগুলোর মধ্যে ভ্যাট ও ট্যাক্স এনভারমেন্ট অন্যতম। ভ্যাট-ট্যাক্স ব্যবসার খুব বেশি উপকার করতে না পারুক- একটু এদিক সেদিক হলেই ব্যবসার অনেক ক্ষতি করতে পারে।
তিনি আরও বলেন, লেভেল ফিল্ড তৈরির আগেই ব্যবসার খরচের মধ্যে ভ্যাট ঢুকলে সেটা ভালো ফল দেয় না। ১৯৯১ সালে এমনটাই ছিল। চূড়ান্তভাবে সৎ করদাতাদেরই তুলনামূলক বেশি ট্যাক্স দিতে হচ্ছে।
ভ্যাট অনলাইনের উপ-প্রকল্প পরিচালক বলেন, সব বিজনেসে ১৫ শতাংশ লাভ হয় না। পুরাতন ভ্যাট আইনে ভ্যাট কস্ট অব ডুয়িং ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রে একটি বড় বাধা ছিল। নতুন আইনে বাধাগুলো দূর করার চেষ্টা হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় ভ্যাট চালু হয়েছে; ভারতে চালু হচ্ছে। ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে, ভ্যাটের কারণে কস্ট অব ডুয়িং বিজনেস বেড়ে যায় কি না? ১৯৯১ সালের আইনের কারণে অনেক খরচ বেড়ে গেছে। অনেক হিসাব রাখতে লোকবল বাড়াতে হয়েছে। নতুন আইনে জটিলতা কমে গেছে।
জাকির হোসেন বলেন, নতুন আইনে রেয়াত সহজ করা হয়েছে। পুরাতন আইনে অগ্রিম ভ্যাট দিতে হতো। এসব খরচ ব্যবসার খরচ বাড়িয়ে দেয়, ব্যবসাকে জটিল করে। আজ পর্যন্ত ২৯ হাজার ৭০০ প্রতিষ্ঠান ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন। এর মধ্যে ৮০০টি টার্নওভার রেজিস্ট্রশন হয়েছে। নতুন আইনে পেমেন্ট সম্পূর্ণ অনলাইন সিস্টমে হবে।
তিনি বলেন, রিফান্ড নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। নতুন আইনে রিফান্ড অনলাইনভিত্তিক করা হয়েছে। ভ্যাটের জন্য ই-লার্নিং তৈরি করা হয়েছে। ভ্যাট সার্ভিস সেন্টার, কল সেন্টার ও ই-মেইল চালু করা হয়ছে।
জাকির হোসেন বলেন, জুলাই-আগস্টের মধ্যে একটি ভ্যাট আপস তৈরি হবে। ৫০ হাজার ব্যবসায়ীকে ইসিআর মেশিন দেবে এনবিআর। এই ইসিআর মেশিনে মোবাইল নাম্বার দিলে ভোক্তার টাকা সরকারি কোষাগারে জমার বার্তা পাবেন ভোক্তা। মাসে কত টাকা ভ্যাট দিয়েছেন- তা জানতে পারবেন ভোক্তা। কোথায়, কীভাবে, কত ভ্যাট দিয়েছেন- তা জানা যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে। পৃথিবীর মধ্যে ভ্যাট নিয়ে এটাই হবে ইউনিক সার্ভিস।
সভায় ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান।
আজকের বাজার:এলকে/এলকে/ ১২ জুন ২০১৭